অর্থনীতি

পোশাকশিল্পে ২১ সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে ছুটি হবে

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগামী ২১ থেকে ২৪  সেপ্টেম্বরের মধ্যে ক্রমান্বয়ে পোশাক কারখানাগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। এর আগেই নিয়মানুসারে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করবেন মালিকরা। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেইজন্য এই প্রচেষ্টা।

 

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি একথা জানান।

 

এর আগে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাদি যথাসময়ে পরিশোধসহ শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে আশুলিয়া শিল্পাঞ্চল। এতে ইন্ডাস্ট্রিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সভায় গার্মেন্ট মালিকরা এমনটাই আশ্বাস দিয়েছেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

 

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে অসন্তোষ তৈরি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

 

মন্ত্রী বলেন, মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ও রেকার প্রস্তুত থাকবে।

     

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৫/শফিক/দিলারা