অর্থনীতি

বাংলাদেশ ব্যাংককে যেমন দেখতে চান গভর্নর

অর্থনৈতিক প্রতিবেদক : গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তার স্বপ্নের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশ ব্যাংক হোক বিশ্বমানের ব্যাংক, যেখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। এর তথ্য সব সময় হালনাগাদ ও সহজলভ্য থাকবে। সেবা পেতে গ্রাহকদের কোনো বেগ পেতে হবে না।’

 

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) গভর্নর  কেন্দ্রীয় ব্যাংকের ৫ বছর মেয়াদি দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা ২০১৫-২০১৯ ঘোষণাকালে এসব কথা বলেন।

 

কৌশলগত পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সব বিভাগ ও কার্যালয়কে তাদের নিজ নিজ অপারেশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়ে আতিউর রহমান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি হবে সহজ এবং সংখ্যায় কম। তবে তার প্রয়োগ হবে কঠিন। এখানে নিচের দিকের কর্মীরা ব্যবস্থাপনার দায়িত্ব নেবেন ও ওপরের দিকের কর্মীরা নেতৃত্ব দেবেন।’

 

বহুবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যাংক ২০১৫-২০১৯ মেয়াদে বাস্তবায়ন উপযোগী এবং সুচিন্তিত কৌশলপত্র প্রণয়ন করেছে । এ পরিকল্পনায় ১৪টি কৌশল করা হয়েছে। এসব কৌশল বাস্তবায়নে ১০৫টি উদ্দেশ্য এবং মধ্য ও দীর্ঘ মেয়াদে ৩২০টি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে জানান গভর্নর।

 

আতিউর রহমান আরো বলেন, ‘আমরা এমন একটি দূরদর্শী বাংলাদেশ ব্যাংক গড়তে চাই, যেখানে কেউ পুরোনোকে আঁকড়ে ধরে থাকবে না। এখানে নতুন নতুন ব্যাংকিং ধারণার উদ্ভব হবে।’

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও শীতাংশু কুমার সুর চৌধুরী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

 

স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/রফিক/এএন