অর্থনীতি

বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। বিশেষ করে উৎপাদনশীল খাতে চলমান বিনিয়োগ আরো বাড়াতে বিশেষ আগ্রহ রয়েছে তাদের। এ ছাড়া যেসব খাতে বাংলাদেশ ভালো করছে বা ভবিষ্যতে উন্নয়নের পরিকল্পনা করছে, চীন সেসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ বাড়াবে।বৃহস্পতিবার সকালে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনে এসব বিষয় ওঠে আসে।বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার কথাও এ সময় উল্লেখ করা হয়। দিনব্যাপী সম্মেলনটি শুরু হয় সোনারগাঁও হোটেলের সুরমা হলে ভিআইপি সেশনের মধ্য দিয়ে। বৈঠক শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চীনের ব্যবসায়ীরা আমাদের অবকাঠামো, কৃষি, তৈরি পোশাক খাত, সেবা খাত, মৎস্য খাত, বনায়নে ও খাদ্য প্রক্রিয়াতে বিনিয়োগ করতে চান।তবে এজন্য বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা চেয়েছেন চীনের ব্যবসায়ীরা।এরপর শুরু হয় উন্মুক্ত সেশন। যেখানে চীন থেকে আগত ১২০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, চায়না বিনিয়োগ কমিটির চেন ইংয়ুসহ চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

     

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/হাসান/দিলারা