অর্থনীতি

পথশিশুদের ব্যাংকিং শিক্ষায় সেমিনার

অর্থনৈতিক প্রতিবেদক : পথশিশুদের ব্যাংকিং শিক্ষার আওতায় নিয়ে আসতে বিশেষ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

 

ব্যাংকিং মেলার তৃতীয় দিন বাংলা একাডেমিতে এসেছে রাজধানীর বিভিন্ন স্কুলের পথশিশুরা। এক বছর আগে এই শিশুরা ১০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট চালু করেছে।

 

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত সোসাইটি ফর আন্ডারপিভিলেজ ফ্যামিলিজ (সাফ) স্কুলের অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অফিসার মাহবুব আলম জানান, আমাদের স্কুল থেকে ৭২ জন ছাত্র-ছাত্রী এসেছে। তাদের ব্যাংকিং শিক্ষার জন্য নিয়ে এসেছি।

   

লালবাগের প্রদীপণ থেকে এসেছে ৩৭ জন ছাত্র-ছাত্রী। এই স্কুলের শিক্ষক মো. আজমল জানান, এক বছর আগে আমাদের স্কুলের ৩৫৪ জন ছাত্র-ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং শিক্ষা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রদীপণ স্কুল থেকে আসা পঞ্চম শ্রেণির ছাত্র রাসেল বলেন, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি। এক বছর আগে অ্যাকাউন্ট খুলেছি। কীভাবে এই অ্যাকাউন্ট পরিচালনা করতে হয় জানিনা। এখানে এসে তা শিখেছি। এই অ্যাকাউন্টের মাধ্যমে বড় হয়ে আমি কিছু করতে চাই।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/মামুন/উজ্জল