অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩ ডিজির পুনঃনিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক : চাকরির বয়সসীমা ৬২ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের (ডিজি) চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। 

 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশে তিন ডেপুটি গভর্নরের পুনঃনিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

 

কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানার মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি। এ তিন জনকেই নতুন করে নিয়োগ দেওয়া হলো। 

 

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ১০ (৪) নং ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে আবু হেনা মো. রাজী হাসানের বয়সসীমা বিবেচনা করে তাকে আগামী ১০ সেপ্টেম্বর ২০১৮ সাল পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে ৩১ জানুয়ারি ২০১৮ এবং নাজনীন সুলতানাকে ১৪ জুলাই ২০১৬ তারিখ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।  

     

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/মামুন/রফিক