অর্থনীতি

আরও তিন রুটে বিমান উড়বে শিগগির

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

চীন, ভিয়েতনাম ও নিউইয়র্কে শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। শুক্রবার বিকালে রাজধানীর রুপসী বাংলা হোটেলে বাংলাদেশ বিমান অফিসার্স এসোসিয়েশনের (বোয়া) নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বিমান চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, “আমরা শীঘ্রই ভিয়েতনাম, চীন সহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা শুরু করার চেষ্টা করছি। এছাড়াও শিগগিরই নিউ ইয়র্ক রুটেও ফ্লাইট শুরু করবো।” তিনি জানান, এতো দিন নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালানোর প্রধান সমস্যা ছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইকাও) এর নিষেধাজ্ঞা। এটি বর্তমানে উঠে গেছে। “এছাড়া আমেরিকান ফেডারেল এভিয়েশন (এফএএ) এর নিষেধাজ্ঞাও খুব শিগগিরই অবমুক্ত হবে। এর পরে এ রুটে ফ্লাইট পরিচালনা করতে আর কোনো সমস্যা থাকবে না,” যোগ করেন তিনি। বিমানের ক্রমাগত লোকশানের কারণ হিসেবে ফ্লাইট অপারেশনকে দায়ী করে বিমান চেয়ারম্যান বলেন, “বেশিরভাগ রুটেই ফ্লাইট অপারেশন এখনো লোকশানে রয়েছে। এ লোকশান কাটিয়ে উঠতে না পারলে বিমানকে লোকশান থেকে বের করে আনা সম্ভব নয়।” ভবিষ্যতে বিমানের রুট পরিকল্পনা করার ক্ষেত্রে বিক্রয় ও বিপণন কৌশল, পরিকল্পনা এবং গ্রাহক সেবার মধ্যে সমন্বয় করার উপরে জোর দেন তিনি। “আমাদের বহরে উড়োজাহাজ কম, নেটওয়ার্কও ছোট। যদি আমরা সঠিকভাবে রুট প্ল্যানিং না করতে পারি তাহলে লোকশান থেকেই যাবে।” অভিষেক অনুষ্ঠানে বক্তব্যে বিমান কর্মকর্তা ও কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষনের ব্যবস্থাসহ কাজের ভালো পরিবেশ নিশ্চিত করতে বিমান চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন বোয়া মহাসচিব শাকিল মেরাজ। এর আগে, বোয়ার নতুন কমিটির ১৯ জন সদস্যকে শপথ পাঠ করান মহাব্যাবস্থাপক (প্রশাসন) আতিক সোবহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান, মহাব্যাবস্থাপক (কার্গো) আলী আহসান, বোয়া সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।