অর্থনীতি

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

অর্থনৈতিক প্রতিবেদক : ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নির্বাচন আজ অনুষ্ঠিত হবে।

 

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসই ভবনে ভোট গ্রহণ চলবে। 

 

সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এটিই হতে যাচ্ছে এই সংগঠনের প্রথম নির্বাচন।

 

নির্বাচনে ডিবিএ-এর ২৪১ জন সদস্য তাদের ভোট দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার হাউজের মালিকদের সংগঠনটির প্রথম নির্বাচনে ১৫ পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৯ প্রার্থী। যে ১৫ জন নির্বাচিত হবেন তাদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে।

 

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

 

চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বাজারে শেয়ার সরবরাহ বাড়ানোর উদ্যোগ এগিয়ে নিতে হলে নির্বাচিত নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা।

 

প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

 

পরিচালক নির্বাচনে লড়ছেন যারা ডিবিএল সিকিউরিটিজের মো. আলী এফসিএ, রাস্তি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, এরিস সিকিউরিটিজের মো. মাসুদুল হক, পিপলস ইকুইটির কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরিফ আনোয়ার হোসেন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর ই নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের ডা. জহিরুল ইসলাম, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের মোস্তাক আহমেদ সাদেক।

 

গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের আহমেদ রশিদ, শ্যামল ইকুইটি মানেজমেন্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসেন, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের দিল আফরোজ কামাল ও শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৬/আশিক/হাসান/এসএন