অর্থনীতি

বাংলাদেশে বাজারে এলো জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের বাজারে জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি নিয়ে আসছে টাটা মোটরস বাংলাদেশ ও নিটল মোটরস। এর দাম ৮ লাখ টাকা।

 

সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশে গাড়িটির বাজারজাতকরণের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

এ সময় বিশেষ অতিথির বক্তেব্য নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এই গাড়িটি বাংলাদেশের জন্য একটি উপহার। এটিকে ন্যাশনাল কার অব বাংলাদেশ বানানো যায় কি না সেজন্য শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

 

জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়িতে আছে অধিক গতির জন্য স্পোর্টস মোড ও যানজটে চলাচল উপযোগী ও সহজ পার্কিং সুবিধাসম্পন্ন ক্রিপ ফিচার। এ ছাড়া রয়েছে ২৪ লিটারের ফুয়েল ট্যাংকসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ওইমেন্স চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইস্ট্রাটিজের সভাপতি সেলিমা আহমেদ প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/নাসির/রফিক