অর্থনীতি

এডিএন টেলিকমের পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ডেস্ক রিপোর্ট : তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

 

রাজধানীর গুলশানে একটি হোটেলে ২২ ডিসেম্বর আয়োজিত কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

 

গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ। অন্য শেয়ার হোল্ডার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. মাহফুজ আলী সোহেল, মো. মঈনুল ইসলাম, মিসেস খন্দকার মাহমুদ সাঈদ, ইনডিপেনডেন্ট ডিরেক্টর এ কে এম শফিউল আযম প্রমুখ।

 

২০১৫-২০১৬ অর্থবছরে ট্যাক্স পরবর্তী আয় ছিল ৭৫৭.৩২ মিলিয়ন টাকা, গ্রস মুনাফা ছিল ২৯৭.৩২ মিলিয়ন টাকা এবং নেট মুনাফা ছিল ৮৭.৭৬ মিলিয়ন টাকা। ২০১৬ সালে ট্যাক্স পরবর্তী আয়ের প্রবৃদ্ধি ২২.৬৮ শতাংশ এবং নেট মুনাফা এর প্রবৃদ্ধি ৩৫.৭২ শতাংশ। শেয়ার প্রতি আয় ২০১৫ সালে ছিল ৩.০৯ টাকা এবং ২০১৬ সালে ছিল ৪.১৯ টাকা।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ ডিসেম্বর ২০১৬/সাইফ