অর্থনীতি

দুপচাঁচিয়ায় ওয়ালটন প্লাজা উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।

 

রোববার বিকেলে দুপচাঁচিয়া বন্দরে ওয়ালটন প্লাজার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মীর গোলাম ফারুক।

 

এ সময় উপস্থিত ছিলেন- দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল, ওয়ালটন গ্রুপের বগুড়া জোনের এরিয়া ম্যানেজার আবু রাফা মো. নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

ওয়ালটন প্লাজা উদ্বোধনের আগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় বাসিন্দা তুহিন আলম জানান, এখানে ইলেকট্রনিকস পণ্যের ব্যাপক চাহিদা আছে।

   

ওয়ালটনের বগুড়া জোনের এরিয়া ম্যানেজার আবু রাফা মো. নাইম বলেন, ওয়ালটন ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যে দেশের শীর্ষ ব্র্যান্ড। এ কারণেই ওয়ালটন ক্রেতাদের কাছে দায়বদ্ধ। তাই পণ্যের গুণগত মান এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চান তারা। এজন্যই এলাকার মানুষের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে এ এলাকায় ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।

   

রাইজিংবিডি/বগুড়া/৮ জানুয়ারি ২০১৭/একে আজাদ/রফিক