অর্থনীতি

অনেকেরই মন জয় করছে ওয়ালটন ট্রান্সপারেন্ট ডিসপ্লে

আরিফ সাওন : বাংলাদেশে এই প্রথম ওয়ালটনই নিয়ে আসছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে। বাজারে আসার আগেই এই পণ্যটি অনেকেরই মন জয় করেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে এই ট্রান্সপারেন্ট ডিসপ্লে প্রদর্শনী করা হয়েছে। প্যাভিলিয়নে প্রবেশ করে হাতের বাঁ-পাশেই রয়েছে পণ্যটি। ওয়ালটন মেগা প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, ট্রান্সপারেন্ট ডিসপ্লের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। এই পণ্যটির সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের পরিচয় করাচ্ছেন একজন তথ্য প্রদানকারী। তথ্য প্রদানকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন ক্রেতা-দর্শনার্থীরা। জানতে চাইছেন ট্রান্সপারেন্ট ডিসপ্লে থেকে কী কী করা যাবে। ট্রান্সপারেন্ট ডিসপ্লে সম্পর্কে তথ্য জানতে চাইলে তথ্য প্রদানকারী নওশীন আক্তার রিয়া বলেন, ‘বলতে পারেন এটি একটি কম্পিউটার। ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে। টিভি কার্ড দিয়ে টিভিও দেখা যাবে। গ্লাস ছাড়াই দেখা যাবে থ্রিডি মুভি। এটি সম্পূর্ণ টাচ স্কিন এবং মনিটরের আকার ৪৬ ইঞ্চি। ট্রান্সপারেন্ট ডিসপ্লে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য খুবই উপযোগী বলেও উল্লেখ করেন তিনি।

এলইডি বিভাগের কাওছার আহম্মেদ জানান, এর প্রসেসর কোর আই থ্রি, র‌্যাম ৪জিবি, রম ১২৮জিবি। নওশীন আক্তার রিয়া আরো জানান, অনেকেরই ট্রান্সপারেন্ট ডিসপ্লে দেখে পছন্দ হচ্ছে। যারা কিনতে আগ্রহ প্রকাশ করছেন, আমরা তাদের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি রেখে দিচ্ছি। যখন বাজারজাত করা হবে, তখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। আপকামিং প্রোডাক্ট হিসেবে এই পণ্যটিতে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এমএ কামাল হাসান খান আসলাম এই ট্রান্সপারেন্ট ডিসপ্লেটি দেখেছেন। এই পণ্যটি দেখে তার খুব ভাল লেগেছে। তিনি এই পন্যটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রান্সপারেন্ট ডিসপ্লে ওয়ালটন বাজারে ছাড়লেই তিনি কিনবেন বলে জানিয়েছেন।  ট্রান্সপারেন্ট ডিসপ্লে সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট এম এ কামাল হাসান খান আসলাম বলেন, ‘ভাল, ভাল। চমৎকার, খুব চমৎকার। ওয়ালটন আমাদের দেশীয় পণ্য। অন্যান্য অনেক দেশের পণ্যের চেয়ে ওয়ালটনের গুণগত মান, দেখার সৌন্দর্য, ফিনিশিং, কালার সবকিছুই চমৎকার। বলতে হয়, ঈর্ষন্বীয়ভাবেই চমৎকার।’

তিনি বলেন, গাড়িসহ আরো যেসব পণ্য আমদানি করতে হয়, আমি আশা করব ওয়ালটন সেসব পণ্য, যন্ত্রাংশ তৈরি করে আমদানিনির্ভরতা কমিয়ে আনবে। ওয়ালটন অনেক পণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে দেশে অর্থনীতিতে আবদান রাখছে এবং আগামীতে আরো জোরালো ভূমিকা রাখবে। ওয়ালটন দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি ওয়ালটনের চেষ্টায় দেশ এগিয়ে যাবে। বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের কো-অর্ডিনেটর শাহ শহীদ চৌধুরী বলেন, আমরা বলি উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের কথার প্রমাণ মিলবে কেউ যদি ওয়ালটন মেগা প্যাভিলিয়নে এসে আমাদের স্ক্রিন টাচ ট্রান্সপারেন্ট ডিসপ্লে, বিশাল আকর্ষণীয় টিভি, ডিজিটাল টাচ বোর্ডসহ আমাদের আরএনডি (রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) বিভাগের নানান আকর্ষণীয় নিত্যনতুন পণ্য একবার দেখেন। তাছাড়া আমাদের সুবিশাল প্যাভিলিয়নের নির্মাণ শৈলীও চমৎকার ও অত্যন্ত আকর্ষণীয় এবং বিশ্বমানের। যা আমাদের দেশের আর্কিটেকচারদেরই তৈরি। ওয়ালটনকে নিয়ে আমরা সব বাংলাদেশি গর্ব করতেই পারি। উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে একমাস। বাণিজ্য মেলার প্রধান গেট দিয়ে ঢোকার পরই চোখে পড়বে ওয়ালটন মেগা প্যাভিলিয়ন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আরিফ সাওন/মুশফিক