অর্থনীতি

৮০০ এক্সক্লুসিভ পরিবেশকের পদচারণায় মুখর ওয়ালটন ফ্যাক্টরি

আকরাম হোসেন পলাশ, চন্দ্রা থেকে : সারা দেশের এক্সক্লুসিভ পরিবেশকদের নিয়ে আজ সোমবার সকালে গাজীপুরের চন্দ্রায় স্থাপিত ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে শুরু হলো  ‘ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০১৬’। দিনব্যাপী এই সম্মেলনে দেশব্যাপী ২০টি জোন থেকে ওয়ালটনের প্রায় ৮০০ এক্সক্লুসিভ পরিবেশক অংশ নিয়েছেন। তাদের পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে উঠেছে দেশের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল জায়ান্ট ওয়ালটনের কারখানা কমপ্লেক্স। সোমবার সকালে পরিবেশকরা ওয়ালটন কারখানায় পৌঁছালে তাদের প্রত্যেককে ফুল দিয়ে স্বাগত জানান কোম্পানির কর্মকর্তারা। এরপর আগত অতিথিরা ২৫ থেকে ৩০ জনের সমন্বয়ে ৩০টিরও বেশি দলে ভাগ হয়ে পরিদর্শন করেন ওয়ালটন ফ্যাক্টরি। এ সময় তারা সশরীরে পর্যবেক্ষণ করেন উচ্চপ্রযুক্তিসম্পন্ন পণ্য উৎপাদনে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞ। ঘুরে দেখেন ওয়ালটনের ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ারকন্ডিশনার, সিলিং ও দেয়াল ফ্যান, ব্লেন্ডার, ইলেকট্রিক সুইচ-সকেট, রিমোট কন্ট্রোল ফ্যান রেগুলেটর, সিলড লেড এসিড রিচার্জেবল ব্যাটারিসহ অন্যান্য ইলেকট্রনিকস হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের উৎপাদন ইউনিট। পরিদর্শনের সময় উৎপাদনে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ ও বিশ্বমান নিশ্চিতে কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তারা গর্ববোধ করে বলেন, ‘স্থানীয় বাজারের ন্যায় অচিরেই আন্তর্জাতিক বাজারেও অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে ওয়ালটন। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্য সরবরাহের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে ওয়ালটন।’ এর আগে আগত অতিথিদের নিয়ে সোমবার সকালে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ‘ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০১৬’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ ও রাইসা সিগমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, সিরাজুল ইসলাম (ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর (পিআরঅ্যান্ড মিডিয়া), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর কর্নেল (অব.) শাহাদাত আলম (ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/সাইফুল/এএন