অর্থনীতি

জমি কিনবে এপেক্স ট্যানারি ও হাক্কানী পাল্প

অর্থনৈতিক প্রতিবেদক : জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড এবং কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এপেক্স ট্যানারি লিমিটেড সাভার উপজেলার কান্দি, বৈলারপুর এলাকায় ৯ দশমিক ২৭ ডেসিমেল জমি কিনবে। কোম্পানিটি ভবিষ্যতে ব্যবহারের জন্য এ জমি ক্রয় করবে। এ জমি কিনতে রেজিস্ট্রেশন খরচসহ ব্যয় হবে ৫২ লাখ ৪২ হাজার টাকা। এদিকে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার লিমিটেড নিজস্ব ব্যয়ে কারখানা সংলগ্ন এলাকায় ২৭ ডেসিমেল জমি কিনবে। এই জমি কিনতে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা