অর্থনীতি

বাণিজ্য মেলার সময় বাড়ছে চার দিন

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-সচিব রেজাউল করিম। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার সময় বাড়ানোর প্রাথমিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৭/নাসির/রফিক