অর্থনীতি

ওয়ালটনসহ ১০ সেরা ভ্যাটদাতা সম্মাননা পেল

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড  ওয়ালটন গ্রুপসহ সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার দুপুর ১২টায় এনবিআর ভবন সম্মেলনকক্ষে এ সম্মাননা দেওয়া হয়েছে। এবারের মেলায় ৩৬ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা সর্বোচ্চ ভ্যাট প্রদান করে প্রথম স্থান অধিকার করেছে ওয়ালটন গ্রুপ। ওয়ালটনের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবুল বাশার হাওলাদার। দ্বিতীয় শীর্ষ ভ্যাটদাতা র‌্যাংকস ইলেকট্রনিক্স ভ্যাট দিয়েছে ২৮ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। র‌্যাংসের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন কোম্পানির কর্মকর্তা এনায়েত মল্লিক। তৃতীয় স্থান অধিকারী হাতিল ভ্যাট দিয়েছে ২১ লাখ ৯৫ হাজার ২৫৩ টাকা। হাতিলের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান। চতুর্থ স্থানে রয়েছে সিপি বাংলাদেশ। সিপির পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন কোম্পানির কর্মকর্তা সুচাদ শান্তিপদ। এ ছাড়া পঞ্চম স্থানে সিঙ্গার বাংলাদেশ, ষষ্ঠ স্থানে নাদিয়া ফার্নিচার, সপ্তম স্থানে আক্তার ফার্নিচার, অষ্টম স্থানে ব্রাদার্স ফার্নিচার, নবম স্থানে ফিট এলিগ্যান্স ও দশম স্থানে ডিউরেবল প্লাস্টিক কোম্পানি রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/এসএন