অর্থনীতি

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন এ দাম অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ৫৮৩ টাকা থেকে ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে। বাজুস আরো জানায়, ১১.৬৬৪ গ্রাম ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় স্বর্ণের দর বাড়ানো হলো। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/মুশফিক