অর্থনীতি

৫ বছরে ৮ বিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ওয়েসনসি ঝাং বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আগারগাঁওয়ে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়েসনসি ঝাং তিনদিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশ সফরের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অর্থনীতিতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কর্মসংস্থান, অবকাঠামো এবং জ্বালানি সংকট দূরীকরণ। এসব চ্যালেঞ্জ মোকবেলায় সরকারকে মনোযোগী হতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি। আশা করছি আগামীতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে এডিবির সহায়তা অব্যাহত থাকবে।’ এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে এডিবির ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন তিনি। এই সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামেও অংশ নেন। শুক্রবার তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/শাহনেওয়াজ