অর্থনীতি

রাজধানীতে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার শুরু

অর্থনৈতিক প্রতিবেদক :  রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। বৃহস্পতিবার সকালে এই ফেয়ারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার আয়োজন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেড। মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে  রয়েছে অটোমোবাইল, প্রক্রিয়াজাত খাদ্য, হোম অ্যাপলায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, পেইন্টস, ব্যাংকিং সেবা, পাওয়ার জেনারেশন, ইনস্যুরেন্স, টেক্সটাইল, সিমেন্ট ম্যানুফ্যাকচার ইত্যাদি বিশেষায়িত খাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। আয়োজকরা জানান, বাংলাদেশে ব্যবসা প্রসার করবে এমন কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করেছে। এ মেলা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে বলেও আশা করা হচ্ছে। আইবিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/আশরাফ/হাসান/সাইফ