অর্থনীতি

একনেকে ১২ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১৪৭ কোটি ৫৭ লাখ টাকা। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১৪৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ৬ হাজার ২৮০ কোটি ৬৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৬৩১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় করা হবে।’ এই প্রকল্পগুলোর মধ্যে নয়টি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/হাসিবুল/সাইফুল