অর্থনীতি

এশিয়া প্যাসিফিকের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সামপ্ত বছরে কোম্পানির  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৭০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৫ টাকা। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুলাই বেলা ১১টায় কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। এর জন্য  রেকর্ড ডেট ৯মে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৫০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিল ১৬.৭৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিল ২.২৫ টাকা। ২০১৫ সালেও কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এ ছাড়া ইপিএস করেছিল ১ টাকা ৫২ পয়সা এবং এনএভি ছিল ১৭ টাকা ২০ পয়সা। রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/আশিক/ইভা