অর্থনীতি

এনবিআরে ৩০৭ রাজস্ব কর্মকর্তা নিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য ৩০৭ জন নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক এনবিআরের অধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩০৭ জন নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো। শুল্ক, আবগারী ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ১ মাসের বুনিয়াদি  প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে ২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করাসহ মোট ১২ সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে এনবিআর সূত্রে জানা যায়, এনবিআর কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য পিএসসি ৪৫৬ জনকে নিয়োগের সুপারিশ করেছে। তাদের মধ্য থেকে ৩০৭ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১৪৯ জনের যাচাই-বাছাই সম্পন্ন হলে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের আগামি ২৩ এপ্রিল যোগদান শেষে কাস্টমস একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/এম এ রহমান/সাইফ