অর্থনীতি

‘কর অব্যাহতি দেব, আপনারা রাজস্ব দেবেন’

অর্থনৈতিক প্রতিবেদক : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘অর্থনীতিতে কর অব্যাহতি ব্যবসায়ীদের জন্য উপহার। এটা যোগ করলে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেত। আমরা কর অব্যাহতি সুবিধা দেব, আপনারা রাজস্ব দেবেন।’ সোমবার বিকেলে এনবিআরের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার ও বেভারেজ ম্যানুফ্যাকচারারদের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখন থেকে শুধু রাজস্ব আহরণেরই পরিসংখ্যান তুলে ধরা হবে না, এর পাশাপাশি আরো একটি কলামে আমরা কোন কোন সেক্টরে কতটুকু কর অব্যাহতি দিচ্ছি সেটাও তুলে ধরব। অর্থনীতিতে কর অব্যাহতি হচ্ছে ব্যবসায়ীদের জন্য উপহার। এটা যোগ করলে আমাদের রাজস্ব শুধু অর্জনই নয় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। সুতরাং আমরা কর অব্যহতি সুবিধা দেব,  আপনারা (ব্যবসায়ীরা) রাজস্ব দেবেন।’  তিনি আরো বলেন, ‘আমরা জ্বালানিসহ বিভিন্ন সেবামূলক সেক্টরে কর অব্যাহতি সুবিধা দিয়ে থাকি। এ ছাড়া দেশীয় শিল্প সুরক্ষায় এ সুবিধা দেওয়া হয়। রাজস্ব সেক্টরে যেসব ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয় তা উপস্থাপন করার জন্য আমি গণমাধ্যমকে অনুরোধ করছি।’ রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৭/এম এ রহমান/রফিক