অর্থনীতি

ওয়ালটন পিউরিফায়ারে বিশুদ্ধ পানির নিশ্চয়তা

অগাস্টিন সুজন : দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। কিন্তু তার আগেই তাপদাহ জানান দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। বাড়ছে তাপমাত্রা। গরমের এই সময়টায় প্রয়োজন পর্যাপ্ত বিশুদ্ধ ও নিরাপদ পানি। আর বিশুদ্ধ ও নিরাপদ পানির নিশ্চয়তা মিলছে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারে। ওয়ালটনের হোম অ্যাপ্লায়ান্সেস বিভাগ জানায়, বর্তমানে দুটি মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এর একটি WWP-SH28L ও অন্যটি WWP-SH24L। উভয় মডেলেই ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। মিনারেল পট ছাড়াও প্রতিটি পণ্যের সঙ্গে থাকছে সিরামিক ফিল্টার, মাল্টিলেয়ার কার্টিজ ফিল্টার, মিনারেল স্টোনবক্স ও ম্যাগনেটিক ট্যাপ। পরিশোধিত বিশুদ্ধ পানির নিরাপদ মাধ্যম ওয়ালটনের এই দুই মডেলের ওয়াটার পিউরিফায়ার। বিশেষ করে, গরমের সময়টায় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে নির্ভর করা যায় ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারের ওপর। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. তানভীর ইসলাম বলেন, সাধারণত দেখা যায়, গরমের শুরুতে হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিসের মতো পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এর কারণ হলো- প্রথমত, গরমের দিনে বা উষ্ণ আবহাওয়ায় এই রোগগুলোর জীবাণু বৃদ্ধি পায়; দ্বিতীয়ত, এ সময়ে পানিদূষণ বেশি হয়। অন্যদিকে মানুষের পানির চাহিদা বেড়ে যায় কিন্তু সেই অনুযায়ী পর্যাপ্ত পানি পান করা হয় না। আবার অনেকেই জেনে বা না জেনে দূষিত পানি পান করে থাকেন। যার ফলে তারা হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিসের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হন। পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে তিনি মানুষের সচেতনতার ওপর জোর দেন। দূষিত পানি পান থেকে বিরত থাকা এবং পানি জীবাণুমুক্ত করে নিয়ে পান করা প্রয়োজন বলে জানান তিনি। পানিতে মিশে থাকা বিষাক্ত কেমিক্যাল, ভারী ধাতু, মরিচা, সিসা, বিভিন্ন দূষিত পদার্থ ইত্যাদি শুধুমাত্র ফোটানোর মাধ্যমে দূর করা যায় না। ব্যাকটেরিয়াসহ অন্যান্য ক্ষতিকর জীবাণু ধ্বংসের জন্য পানি সঠিক তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট ফোটাতে হয়। কিন্তু সঠিক তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে পানি ফোটানোর বিষয়টি সবার পক্ষে করা সম্ভব হয় না। তাই পানি ফোটালেও ঝুঁকি রয়েই যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত, এক্ষেত্রে সবাইকে পানি বিশুদ্ধকরণের জন্য বিকল্প পথ অবলম্বন করা প্রয়োজন। তাদের মতে, পরিপূর্ণ বিশুদ্ধ পানির জন্য উন্নতমানের পানিশোধনযন্ত্রের ওপর নির্ভর করা যায়। তবে পানি পরিশোধনযন্ত্র কেনার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় যেন যন্ত্রটি পানিতে মিশে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, বিষাক্ত কেমিক্যাল, ভারী ধাতু, মরিচা, সিসাসহ অন্যান্য দূষিত পদার্থ সম্পূর্ণরূপে দূরীভূত করতে পারে। পাশাপাশি মানবদেহের জন্য প্রয়োজনীয় মিনারেলেরও যোগান দেয়। সূত্র জানায়, ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার পানি পরিশোধনের পাশাপাশি পানির দুর্গন্ধও দূর করে। ক্লোরিন মুক্ত করে এবং পানির পিএইচ নিয়ন্ত্রণ করে। ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারের মিনারেল স্যান্ড বল পানিতে মানবদেহের জন্য প্রয়োজনীয় মিনারেলের যোগান দেয়। জিওলাইট ও সিলিকা জেল পানিতে থাকা কেমিক্যাল শোষণ করে এবং পানির পিএইচ নিয়ন্ত্রণ করে। সিরামিক ফিল্টার সব ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য মাইক্রোবায়োলজিক্যাল উপাদান দূর করে। আয়রন, সিলভার ইত্যাদির মতো ভারী ধাতুও দূর করতে অনন্য ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার। ওয়ালটনের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার মো. বদরুদ সাহাদত জনী বলেন, ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারে সম্পূর্ণরূপে নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়া যায়। পানি ফোটানোর প্রয়োজন নেই। তবে কেউ চাইলে ফুটিয়েও নিতে পারেন। ওয়ালটন পিউরিফায়ার ইন্সটল করা খুব সহজ। এর সিরামিক ফিল্টার ঘন ঘন পরিবর্তনের প্রয়োজন নেই। একটি সিরামিক ফিল্টার মাঝে মাঝে পরিষ্কার করে অন্তত ৪-৫ মাস ব্যবহার করা যাবে। এ ছাড়া মাল্টিলেয়ার কার্টিজ ফিল্টার ৬-৮ মাস পর পরিবর্তন করা ভালো। যদিও তা পানির কোয়ালিটির ওপর নির্ভর করে। ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারের একটি সিরামিক ও কার্টিজ ফিল্টার দিয়ে ৫ হাজার লিটার পর্যন্ত পানি পরিশোধন করা যায়। তিনি জানান, ওয়ালটনের WWP-SH28L মডেলের পিউরিফায়ারটির পানি ধারণক্ষমতা ২৮ লিটার। আকর্ষণীয় ডিজাইনের এই পিউরিফায়ারটি ৯ ধাপে পানি পরিশোধন করে। দাম ২ হাজার ৫০ টাকা। আর WWP-SH24L মডেলের পিউরিফায়ারটির ধারণক্ষমতা ২৪ লিটার। এটি ৮ ধাপে পানি পরিশোধন করে। দাম মাত্র ১ হাজার ৮৫০ টাকা। অনলাইনে ই-প্লাজা থেকে কিনলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ওয়াটার পিউরিফায়ার ছাড়াও ওয়ালটন বাজারজাত করছে তিনটি মডেলের ওয়াটার ডিসপেন্সার। যার দুটি কম্প্রেসার কুলিং আর একটি ইলেকট্রিক কুলিং। উন্নতমানের এই ডিসপেন্সার খুব কম বিদ্যুৎ খরচে দ্রুততম সময়ে গরম ও ঠাণ্ডা পানি দিয়ে থাকে। উল্লেখ্য, দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও আইসিটি পণ্য প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রাহকদের জন্য প্রতিনিয়ত বাজারে ছাড়ছে উচ্চ গুণগতমান ও অত্যাধুনিক সব গৃহস্থালি পণ্য। একই সঙ্গে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৭/সুজন/রফিক