অর্থনীতি

ফিনিক্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রথম প্রান্তিকে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৩৯.৩০ টাকা। আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৯ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৮৬ টাকা এবং ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত এনএভিপিএস ছিল ৩৪.৬৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৮ টাকা। রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৭/আশিক/ইভা