অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে আড়াই শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। তবে এ সময়ে সূচকের পতন হয়। দর (রিটার্ন) বেড়েছে ১২ খাতে, কমেছে ৮ খাতে। আলোচ্য সপ্তাহে ৪ কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৮৩১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে ছিল ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। তবে ৪ কার্যদিবস ধরে তুলনা করলে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৫৫৭ কোটি ৭৯ লাখ টাকা বা ২.৪৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ১৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ১৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৮০ শতাংশ বা ৪৪.৫০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক কমেছে দশমিক ৪৮ শতাংশ বা ৯.৭৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৩ শতাংশ বা ১.৬৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির। আর দর কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সমাপ্ত সপ্তাহে ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৫৭ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ৬৭ পয়েন্ট। গত সপ্তাহে এই বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৮৫ শতাংশ। আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জুট খাতে। গত সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৬.৮৬ শতাংশ। এরপরই আছে পেপার ও প্রিন্টিং খাত। এ খাতে দর বেড়েছে ১.৯৫ শতাংশ। দর বাড়া অন্যান্য খাতের মধ্যে সিরামিক খাতে ০.৪৪ শতাংশ, প্রকৌশল খাতে ০.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩১ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৪২ শতাংশ, বিবিধ খাতের ০.৫৯ শতাংশ, আর্থিক খাতে ০.১১ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৫৮ শতাংশ, ট্যানারি খাতে ০.৪৮ শতাংশ, বস্ত্র থাতে ১.০১ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে। এদিকে দর কমার মধ্যে সবচেয়ে বেশি কমেছে ব্যাংক খাতে। এ খাতে দর কমেছে ২.৮৭ শতাংশ। রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৭/আশিক/সাইফ