অর্থনীতি

৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার পুরোটাই নগদ। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত,  ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে গ্রামীণফোন কোম্পানি। এরপর থেকে কোম্পানিটিতে বিনিয়োগ করে প্রতিনিয়তই লাভ বা মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/আশিক/ইভা