অর্থনীতি

নরসিংদীতে ওয়ালটন মিট দ্য রিটেইলারস প্রোগ্রাম অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ওয়ালটন গ্রুপের ডিলার ও সাব ডিলারদের নিয়ে ‘মিট দ্য রিটেইলারস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ভেলানগরে গ্র্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাহকদের চাহিদা, পণ্যের মান, ব্যবসায় আরো উন্নয়ন ও দ্রুত গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ডিলার ও সাব ডিলারদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটনের নরসিংদী ডিলার টিএস ইলেকট্রনিক্স। টিএস ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মোঃ এমদাদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের প্রথম জেষ্ঠ্য উপ পরিচালক (মার্কেটিং) মনিরুল হক মনা, জেষ্ঠ্য সহকারী পরিচালক আব্দুল বারী, মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহ শহীদ চৌধুরী, এরিয়া ম্যানেজার (মার্কেটিং) মামুন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল মার্কেটিং অফিসার মো. জাহিদ হাসান, সার্ভিস সেন্টারের ইনচার্জ খন্দকার মো. রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদীর ডিলার টিএস ইলেকট্রনিক্সের অপর স্বত্তাধিকারী সাগর। ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় ইলেকট্রনিক্সের মালিক মিজানুর রহমান, মা-বাবা ইলেকট্রনিক্সের মালিক দেলোয়ার হোসেন ও ভূঁইয়া ইলেকট্রনিক্সের শফিকুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো: এমদাদুল হক সরকার বলেন, ‘ওয়ালটন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দেশের ইলেকট্রনিক্স বাজারে প্রায় ৭৫ ভাগ চাহিদা পূরণ করে এখন পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানীর মাধ্যমে বাংলাদেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। বাংলাদেশে কম্প্রেসার উৎপাদন করছে ওয়ালটন এবং ইউরোপের দেশ ও অন্যান্য দেশেও রপ্তানি শুরু করেছে। আমরা এসব অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশক ও রিটেইলারদের মতামত গ্রহণ করে থাকি। কেননা, তাদের মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে প্রসারিত করি। আমাদের শ্লোগান হলো বিদেশী পণ্য বর্জন করবো, দেশের পণ্য ব্যবহার করে, দেশের টাকা দেশে রাখবো।’ তিনি আরও বলেন, ‘ওয়ালটন পণ্য আমাদের দেশীয় পণ্য, আমাদের পণ্য। ওয়ালটন বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি। আজকের আধুনিক বাংলাদেশের পেছনে ওয়ালটনের ভূমিকা রয়েছে। ওয়ালটন বিশ্বে ১৭তম প্রযুক্তি খাতের কোম্পানি হিসেবে অবস্থান করছে।’

প্রথম জৈষ্ঠ্য উপ-পরিচালক (মার্কেটিং) মনিরুল হক মনা বলেন, ‘আমরা ‘মিট দ্য রিটেইলারস প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করে থাকি। আপনারা ওয়ালটনের সকল পণ্য বাজারজাত করবেন এবং গ্রাহকদেরকে ওয়ালটন পণ্যের গুণগত মানের কথা বলে কেনার জন্য উৎসাহিত করবেন। কারণ, ওয়ালটন পণ্য আমাদের দেশীয় পণ্য, আমাদের পণ্য।’ জেষ্ঠ সহকারী পরিচালক আব্দুল বারী বলেন, ‘আজ অধিকাংশ বাসাবাড়ি, অফিস ও যে কোনো প্রতিষ্ঠানে ওয়ালটন পণ্য রয়েছে।’ তিনি ডিলার ও সাব ডিলারদের উদ্দেশ্য করে বলেন, ‘গ্রাহকের চাহিদা জানতে আমরা সব সময় আপনাদের মতামতকে প্রাধান্য দেই। ওয়ালটন আপনাদের মতামতের ভিত্তিতে পণ্য তৈরি করে। ডিলার ও সাব ডিলাররা তাদের শো-রুমে ওয়ালটনের সকল পণ্য রাখবেন। এতে মার্কেটিং সহজ হবে। আমাদের ওয়ালটন এলইডি টিভি বিক্রিতে দেশে আমরা প্রথম সারিতে আছি। পণ্যের বাজার কখনো তৈরি থাকে না। বাজার তৈরি করে নিতে হয়। আমাদের বিশ্বাস আমরা দেশের প্রতিটি ঘরে ওয়ালটন পণ্য সহজে পৌঁছে দিতে পারবো।’

 

অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহ শহীদ চৌধুরী বলেন, ‘ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররাই হচ্ছেন আমাদের ব্যবসার মূল সহযোগী শক্তি। তারাই আমাদের পণ্যকে সারাদেশে জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছেন। আমরা মিট দ্য রিটেইলারস প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে ডিস্ট্রিবিউটরদের নিয়ে এক সঙ্গে কাজ করে ওয়ালটনকে বাংলাদেশের প্রধান ব্র্যান্ড হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে চাইবো।’ অনুষ্ঠানে নরসিংদী জেলার ৫০ জন সাব ডিলার অংশ নেন। ডিস্ট্রিবিউটর টি.এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ৭ জন সেরা ওয়ালটন পণ্য বিক্রেতাকে পুরস্কার প্রদান করা হয়। এসময় টি.এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তিনজন সেরা বিক্রেতাকে বিদেশে ভ্রমনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন টি.এস ইলেকট্রনিক্সের অপর স্বত্তাধিকারী সাগর। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আতিকুল ইসলাম। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/গাজী হানিফ মাহমুদ/শাহনেওয়াজ