অর্থনীতি

ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ১৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। সোমবার কোম্পানির সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ইসলামী ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান সামীম মোহাম্মাদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক ড. আরিফ সুলেমান, মো. সাইফুল ইসলাম এফসিএ এফসিএমএ, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, বোরহান উদ্দিন আহমেদ, মো. আব্দুল হামিদ মিঞা, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএসসহ অন্য শেয়ারহোল্ডাররা। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহমুদুল ইসলাম ও কোম্পানি সচিব মো. ইস্কান্দার মির্জা আজাদ। সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/আশরাফ/মুশফিক