অর্থনীতি

বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন চালু, বন্ধ ৫ কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু হচ্ছে। এ ছাড়া বন্ধ থাকবে ৫ কোম্পানির লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ বুধবার তিন কোম্পানির  পরিচালনা পর্ষদ লেনদেন স্থগিত রাখে। এসব কোম্পানির লেনদেন আগামীকাল বৃহস্পতিবার পুনরায় চালু হবে। কোম্পানিগুলো হচ্ছে- রেকিট বেনকিজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। এ ছাড়া বৃহস্পতিবার পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। আগামী ২৮ মে থেকে এসব কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/আশিক/সাইফ