অর্থনীতি

শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংকের করপোরেট পরিচালক

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট পরিচালক এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম করপোরেট পরিচালক এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের কাছে ৬ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবে এই করপোরেট পরিচালক। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। এই করপোরেট পরিচালক শেয়ারগুলো পাবলিক এবং ব্লক মার্কেটে বিক্রি করতে পারবে । ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৭১ দশমিক ৬৯ শতাংশ শেয়ার হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের ৬ দশমিক ৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে। উল্লেখ্য, আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার ৩১.৩০ টাকায় লেনদেন হয়। রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/আশিক/ইভা