অর্থনীতি

শেয়ার কিনবেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক

অর্থনৈতিক প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আব্দুস সামাদ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম পরিচালক আব্দুস সামাদ কোম্পানির ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন, যা আজকের বাজার দরে ২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। তিনি বর্তমান বাজার দরে আাগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার ১৬.৭০ টাকায় লেনদেন হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/আশিক/উজ্জল