অর্থনীতি

ব্যাংক অ্যাকাউন্টে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংক অ্যাকাউন্টে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে বছরের যেকোনো সময় ব্যাংক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পর্যন্ত ডেবিট কিংবা ক্রেডিট হয় এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে তা পূর্বের ন্যায় আবগারি শুল্ক আরোপ করা হয় না। তবে এখন থেকে ১ লাখ টাকার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১ লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান ৫০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা; ১০ লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ কোটি টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা;  ১ কোটি টাকার ঊর্ধ্ব থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি। রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/নাসির/মুশফিক