অর্থনীতি

বিদ্যুৎ ও জ্বালানিতে ২১১১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২১ হাজার ১১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন তিনি। জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের মধ্যে শুধু বিদ্যুৎ বিভাগের জন্য ১৮ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৪৯ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৮ হাজার ৮৪৫ কোটি টাকা। চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে মোট ১৩ হাজার ৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৩ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ২০১৬-২০১৭ অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ খাতে মোট ব্যয় দেখানো হয়েছে ১৩ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৩ হাজার ৪২১ কোটি টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে ২ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতে ১ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে ব্যয় হয়েছে ১ হাজার ১১১ কোটি টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/নাসির/রফিক