অর্থনীতি

হিজড়া ও বেদে জনগোষ্ঠীর কল্যাণে বরাদ্দ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সামাজিক সুরক্ষা খাতের আওতায় এ বরাদ্দ দেওয়া হবে। অর্থমন্ত্রী জানান, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৩৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১১ কোটি ৩৫ লাখ টাকা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। একই সঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি দেশের ৪৬তম বাজেট। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং অর্থমন্ত্রী মুহিতের ১১তম বাজেট এটি। রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/হাসিবুল/রফিক