অর্থনীতি

মিশ্র প্রবণতায় পুঁজিবাজারের সপ্তাহ পার

অর্থনৈতিক প্রতিবেদক : সূচকের উত্থান-পতন ও লেনদেনের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে কেটেছে পুঁজিবাজারের গত এক সপ্তাহ। এ সময়ে প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ২৩ দশমিক ৮৬ শতাংশ। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৬৪৪ কোটি ২৩ লাখ টাকা বা ২৩.৮৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৪৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৯৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ০৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৭ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৪৬ শতাংশ বা ২৪.৮৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৫৭ শতাংশ বা ১১.৩৭ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৩ শতাংশ বা ১.৬৩ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর লেনদেন হয়নি দুটি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির। আর দর কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিকে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। এতে পুঁজিবাজারের জন্য বেশ কিছু ভালো উদ্যোগের কথা বলা হয়েছে। আশা করা হচ্ছে, এতে আগামী সপ্তাহে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে। রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৭/আশিক/সাইফুল