অর্থনীতি

নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে আসছে ১০০ ও ৫০০ টাকার নোট

অর্থনৈতিক প্রতিবেদক : বাজারে আসছে ১০০ শতাংশ কটন কাগজে তৈরি নতুন নিরাপত্তা সুতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার ব্যাংক নোট। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, আগামী ১১ জুন রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরো সুদৃঢ় করতে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত হবে এ নোট। এই নোটে গভর্নর ফজলে কবিরের সই থাকবে। ১০০ টাকার নোট হবে ১৪০ মিলিমিটার দৈর্ঘ্য এবং ৬২ মিলিমিটার প্রস্থের। আর ৫০০ টাকার নোট হবে ১৫২ মিলিমিটার দৈর্ঘ্য এবং ৬৫ মিলিমিটার প্রস্থের। এ ছাড়া ১০০ টাকার নতুন নোটের সুতার দিকে সরাসরি তাকালে লাল ও উজ্জ্বল রুপালি বারের সমন্বয় দেখা যাবে। আর ৫০০ টাকার সুতার দিকে তাকালে লাল ও উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয় মিলবে। নিরাপত্তা সুতায় আলোর বিপরীতে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’এবং ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৭/নাসির/রফিক