অর্থনীতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব উত্তর পাড়ায় সুলতানা কামাল সেতুর উত্তর পাশে মানিক হাজী মার্কেটে গতকাল ৯ জুন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম নিউ সোস্যাল মাল্টি ইলেকট্রনিক্স উদ্বোধন করা হয়েছে। এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। শো-রুমটির উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের উপ-পরিচালক মো. সৈকত, সিনিয়র এজিএম মো. জাহিদ হাসান, এজিএম মো. শাহ শহীদ চৌধুরী, মার্সেল হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন মহারাজ ইমন এবং নিউ সোস্যাল মাল্টি ইলেকট্রনিক্সের মালিক বি কে রায় বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন মহারাজ ইমনের কৌতুক। উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন শিল্পপরিবার বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশের ঘরে ঘরে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’খ্যাত ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি দেশপ্রেমিক সব নাগরিককে ওয়ালটনসহ দেশে তৈরি সকল প্রকার পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান। ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন এ দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের ব্র্যান্ড। বিশ্বমানসম্পন্ন পণ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন অতি শিগগিরই শীর্ষস্থানে পৌঁছাবে। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/ফিরোজ আলম/রফিক