অর্থনীতি

সোমবার ঢাকায় আসছে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার ঢাকা সফরে আসছে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং সংস্থাটির সহায়তা বাড়ানোর বিষয়ে উচ্চপর্যায়ের কিছু বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন-এ-মাহবুব রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। মেহরিন-এ-মাহবুব জানান, সোম থেকে বুধবার (১২ থেকে ১৪ জুন) পর্যন্ত প্রতিনিধিদলটি বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা সরকারি অর্থ ব্যবস্থাপনা কৌশল (পিএফএমএস) বাস্তবায়ন বিষয়ে আলোচনা করবে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে এই সফরে। সফরকালে প্রতিনিধিদল ইনস্টিটিউট অব চার্টাড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একটি ই-লার্নিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে। পাশাপাশি তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইসিএবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে। পিএফএমএস ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে এ সময়ে। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশ সফর করেন বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/আশরাফ/রফিক