অর্থনীতি

উইমেন ব্যাংকিং সেবা দেবে ইস্টার্ন ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : উইমেন এন্টারপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) সদস্যদের উইমেন ব্যাংকিং প্রোডাক্ট, সেবা ও আর্থিক পরামর্শ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি সই করেছে ডব্লিউইএবি ও ইবিএল। ইবিএল ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ. চৌধুরী এবং নারী উদ্যোক্তাদের সংগঠন ডব্লিউইএবির প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল ওই চুক্তিতে সই করেন। ইবিএলের সঙ্গে ডব্লিউইএবির এই চুক্তির ফলে ইস্টার্ন ব্যাংকের যেকোনো শাখায় ইবিএল উইমেন ব্যাংকিং প্রোডাক্ট, সেবা ও আর্থিক পরামর্শ গ্রহণের সুবিধা পাবেন ডব্লিউইএবির সদস্যরা। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ডব্লিউইএবি সদস্যদের জন্য যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে ইবিএল ও ডব্লিউইএবি। এতে তাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা সম্পর্কিত তথ্য জানানো হবে। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/আশরাফ/এসএন