অর্থনীতি

আপটায় সাড়ে ১০ হাজার পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

সচিবালয় প্রতিবেদক : এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) আওতায় ছয়টি দেশের বাজারে প্রবেশে পণ্যের শুল্ক সুবিধা বাড়ছে বাংলাদেশের। বর্তমানে ৪ হাজার ৬৪৮টি পণ্যে শুল্ক সুবিধা পেলেও আপটার দ্বিতীয় সংশোধনীর আওতায় বাংলাদেশ মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে সেই সুবিধা পাবে। সেক্ষেত্রে আরো ৬ হাজার ২৯টি পণ্যে শুল্ক সুবিধা বাড়ছে। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে  সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অব দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট’-এর অনুসমর্থনে অনুমোদন দেয় মন্ত্রিসভা।  বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে  মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম  এ তথ্য জানান।   তিনি  বলেন, আপটার সাতটি দেশের মধ্যে ভারত ৩ হাজার ৩৮১টি, চীন ২ হাজার ৩৭২টি এবং দক্ষিণ কোরিয়া ২ হাজার ৩৭২টি বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা দেবে। পাঁচ থেকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে, পণ্যভেদে শুল্ক ছাড়ের হার একেক রকম। জানা গেছে, ১৯৭৫ সালে ব্যাংককে একটি বাণিজ্য চুক্তি হয়। ২০০৫ সালে এটি সংশোধিত হয়ে আপটা হয়।ব্যাংকক এর সদস্য দেশ না হলেও এটি ব্যাংকক চুক্তি নামে পরিচিত। এর সদর দপ্তর ব্যাংকক।বাংলাদেশসহ মোট সাতটি দেশ আপটার অন্তর্ভুক্ত। দেশগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, লাওস, চীন, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া।  

   

রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৭/আসাদ/মুশফিক