অর্থনীতি

ক্যাশ ডিভিডেন্ড বিতরণ বৃহস্পতিবার থেকে

অর্থনৈতিক প্রতিবেদক : সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিতরণ শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড। আগামীকাল ১৫ জুন, বৃহস্পতিবার থেকে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড বিতরণ শুরু হচ্ছে। আগামী ১৮ জুন রোববার পর্যন্ত এ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ চলবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, ঢাকার হেড অফিসের শেয়ার বিভাগ থেকে প্রতিদিন অফিস চলাকালীন ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিতরণ করা হবে। আর যারা নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড সংগ্রহ করতে ব্যর্থ হবে, তাদের ডিভিডেন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে উত্তরা ব্যাংক। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ৩৩.৫২ টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৭/আশিক/সাইফুল