অর্থনীতি

সন্ধানী লাইফের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, লভ্যাংশের পুরোটাই বোনাস। সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট। উল্লেখ, ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/আশিক/হাসান/সাইফুল