অর্থনীতি

বার্জার পেইন্টসের পর্ষদ সভা রোববার বিকেলে

অর্থনৈতিক প্রতিবেদক : পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আগামীকাল রোববার বিকেল ৩টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্র জানিয়েছে, এতে চলতি হিসাব বছরের প্রথম (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ ছাড়া লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন হবে। এর আগে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৭০ শতাংশ চূড়ান্ত ও ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ মিলিয়ে মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ২ হাজার ১০০ টাকায় বার্জার পেইন্টসের শেয়ার কেনাবেচা হয়। গত এক বছরে শেয়ারটির দর ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজর ৫০০ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩২ দশমিক ৬৩, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ২৫ দশমিক ৫৬। ৩১ মার্চ পর্যন্ত ১৫ মাসে সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ১৭৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশের পর আরো ৪২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে গত ৩১ মার্চ পযন্ত বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০৯ টাকা, আগের ১৫ মাসে যা ছিল ৭৭ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪৯ টাকা ৫১ পয়সায়। প্রসঙ্গত, কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৪ জুন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৭/আশিক/এসএন