অর্থনীতি

দুটি প্রতিষ্ঠানের পর্ষদ সভা ২৪ জুলাই

অর্থনৈতিক প্রতিবেদক : ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/আশিক/সাইফুল