অর্থনীতি

প্রজ্ঞাপন : রপ্তানি পণ‌্যে উৎসে কর ০.৭ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : পাটজাত পণ্য বাদে সব পণ্য রপ্তানির ওপর উৎসে কর দশমিক ৭ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে তৈরি পোশাক খাতেও উৎসে কর কমল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক রপ্তানির ওপর ১ শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। সম্প্রতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগের ন্যায় দশমিক ৭ শতাংশ উৎসে কর বহাল থাকল। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সই করা আদেশ ১ জুলাই থেকে কার্য্কর ধরা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ১৯৮৪ সালের দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে পাটজাতদ্রব্য ব্যতিত রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর কর্তনের হার হ্রাসপূর্বক দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হলো। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক রপ্তানির ওপর ১ শতাংশ হারে উৎসে কর আরোপ করার প্রস্তাব দেওয়ার পর তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা প্রতিবাদ করে জানিয়ে আসছিলেন। সবশেষ প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ মন্ত্রণালয় উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৭ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। গত অর্থবছরের বাজেটেও একইভাবে ১ শতাংশ হারে উৎসে কর আরোপের পর তা কমিয়ে দশমিক ৭ শতাংশ করা হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফ