অর্থনীতি

‘ফারমার্স ব্যাংকের এমডিকে কেন অপসারণ নয়’

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দ্য ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে আগামী সাত দিনের মধ্যে কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংককে  এ নোটিস দেওয়া হয়। ফারমার্স ব্যাংকে তারল্য ব্যবস্থাপনা করতে এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে ব্যাংকটি নগদ জমা বা সিআরআর এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মেনে ফারমার্স ব্যাংক ঋণ বিতরণ করেই চলছে বলে বাংলাদেশ ব্যাংকের নোটিসে অভিযোগ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/নাসির/রফিক