অর্থনীতি

জুলাইয়ে জাপানে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো জাপানে হতে যাচ্ছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় ২০১৮ সালের জুলাইয়ে টোকিওর মাকুহরি মেসে কনভেনশন কমপ্লেক্সে এ প্রদর্শনী হবে। প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছে মিরাই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টের বিডি লিমিটেড। রোববার রাতে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, হিউম্যান রাইটস অ্যান্ড পিস  ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ, বায়রার সভাপতি বেনজীর আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খানম, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি সরওয়ার হোসেন ও বিভিন্ন  ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক, চামড়া, ডেনিম, পাট, আইটিসহ ২৮টি খাতের বিভিন্ন কোম্পানি জাপানে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর প্রথম তিন দিন বাংলাদেশি পণ্যের একক মেলা হবে। চতুর্থ দিন সেমিনার এবং পঞ্চম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য শীর্ষ ব্যবসায়ীদের বিজনেস আইকন অ্যাওয়ার্ড দেওয়া হবে। বাংলাদেশি যেকোনো প্রতিষ্ঠান চাইলে এ মেলায় অংশ নিতে পারবে। প্রদর্শনীর আয়োজকরা জানান, বিগত সময়ে আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করলেও বিদেশি ব্র্যান্ডের ভিড়ে বাংলাদেশি পণ্য বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা তৈরিতে পিছিয়ে পড়ে। এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা ছাড়াই বিশ্বের সম্পূর্ণ মনোযোগ লাভ করার সুযোগ পাবে। রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৭/সাওন/রফিক