অর্থনীতি

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক পরিচালনায় ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার  কারণে দ্য ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী এমডিকে অপসারণের চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ মঙ্গলবার সকালে ফারমার্স ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা রাইজিংবিডিকে জানিয়েছেন। এর আগে গত ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ও একই সঙ্গে পরিচালক পদ ছেড়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীও পদত্যাগ  করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/নাসির/সাইফ