অর্থনীতি

ফ্ল্যাট ঋণের সুদহার ও রেজিস্ট্রেশন ফি কমানোর আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : ফ্ল্যাট ঋণের সুদের হার ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি কমানো এবং ফ্ল্যাট কেনার ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কসের এক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলন। সভায় স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ রাশেদুল হোসেন চৌধুরী (রনি) এবং কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআইর সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালকরা আলোচনায় অংশ নেন। ব্যবসায়ী নেতারা আবাসন খাতের উন্নয়নে ফ্ল্যাট কেনার জন্য নেওয়া ঋণের সুদহার ৫ শতাংশ এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি বিদ্যমান ১২ শতাংশ থেকে কমিয়ে ৬-৭ শতাংশে নামিয়ে আনাসহ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের সুবিধার্থে ফ্ল্যাট কেনার ঋণ পরিশোধের মেয়াদকাল কমপক্ষে ১০ বছর বাড়ানোর আহ্বান জানান। এছাড়া আবাসন খাতের সমস্যা নিরসনে রড, ইট, বালু ইত্যাদির দাম সহনশীল রাখার ওপরও গুরুত্ব দিতে সরকারের কাছে আহ্বান জানান তারা। সভায় এ কমিটির পক্ষ থেকে এফবিসিসিআইতে আবাসন মেলা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/নাসির/রফিক