অর্থনীতি

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাইকার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) কার্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাকাশি শিমোকিওদা। শনিবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে জাপানের ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠককালে তিনি এ তথ্য জানান। তাকাশি জানান, প্রতিদিন জাপানি বিনিয়োগকারীরা দূতাবাসে এসে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে পরামর্শ চান। বিনিয়োগকারীদের কার্যক্রমের সুবিধার জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাইকার কার্যালয় স্থাপন করা হবে । জাপানি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরো জোরদার করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অঞ্জন শেখর দাশ ও সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, জেবিসিসিআই’র অ্যাডভাইজর আখতারুজ্জামান, মহাসচিব তারেক রাফি ভূঁইয়া প্রমুখ। রাইজিংবিডি/চট্টগ্রাম/ ৩ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/শাহেদ